দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিংগে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুল কদ্দুস(৪০)।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় আমিরাতে এ দুর্ঘটনা ঘটে। সকালে নিজে কর্মস্থলে কাজ করার সময় তিন তালা বিল্ডিং থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
কদ্দুসছের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের শিমুলতলা।তবে আরব আমিরাতের কিছু দিন এসটিডি রয়েছে স্ত্রী আগে ভিজিট বিসায় পাড়ি জমান তিনি।
কদ্দুস আলী দোয়ারাবাজার উপজেলা শিমুলতলা গ্রামের মৃত আনিছ আলী ছেলে।সূত্রে জানা যায় কদ্দুস আলীর বাংলাদেশে দুই সন্তান ও স্ত্রী রয়েছে।