সময়ের চিন্তা ডট কমঃ রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন-মজিবুর রহমান মৃধা (৪৮), মহসীন হোসেন মৃধা (২৬) ও মোছা. মমতাজ বেগম (৪২)।
ডিএমপির ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিমের একটি দল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকায় আসছে। ওই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর জোনাল টিমের একটি দল সোমবার রাত সাড়ে নয়টায় পশ্চিম নাখালপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারটি আসলে ডিবি পুলিশের পিকআপ দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়া হয়। এ সময় মজিবুর ও মহসীনকে পালানোর চেষ্টাকালে এবং মমতাজকে গাড়িতে বসা অবস্থায় গ্রেফতার করা হয়। মজিবুরের দেহের বিভিন্ন অংশে কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা এবং মহসীনের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
পরবর্তী সময়ে গাড়িতে থাকা মমতাজের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের বাম পাশের দরজার সুইচ বক্সের ভেতর থেকে আরও দুই হাজার পিস উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় বলে জানান মহরম আলী।
একই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাসুদুল ইসলাম।