এনামুল কবির (মুন্না): দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করা হয়েছে । জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর)রাতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাসেমের তত্ত্বাবধানে এসআই সজিব দত্তের নেতৃত্বে এস আই সাইদুল ও এএসআই জামাল মিয়ার সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালের নিকটে অভিযান চালিয়ে ৬ পিছ ইয়াবা বড়িসহ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আমরু মিয়ার ছেলে শামীম মিয়া ও জুনেদ মিয়ার ছেলে রাসেল মিয়া কে আটক করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদেরকে মাদক বিক্রয় করার সময় ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়েছে। আসামী শামীম ও রাসেলের কাছ থেকে ৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।আসামীদের বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হবে।