আশিকুজ্জামানঃ র্যাব-১১ এর অভিযানে কক্সবাজার থেকে ট্রাকযোগে অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে ০১ জন মাদক ব্যবসায়ী আটক। ৩৮৯০ পিস ইয়াবা উদ্ধার করে।র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দে বিকালে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে র্যাব-১১ এর অভিযানে সন্ধিগ্ধ ট্রাক তল্লাশী করে ৩৮৯০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ কেফায়েতুল্লাহ @ রুবেল(২৭)কে আটক করা হয়। আটককৃত মোঃ কেফায়েতুল্লাহ @রুবেল চালক বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সাথে জড়িত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় আটককৃত মোঃ কেফায়েতুল্লাহ@ রুবেল এর বাড়ি বান্দরবান জেলার সদর থানাধীন মিঠাখালীপাড়া এলাকায়। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) বাংলাদেশে চোরাই পথে আনয়ন করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মূলত ট্রাক চালক তার একটি ছদ্মবেশ মাত্র। সে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।