স্টাফ রিপোর্টার: নারায়ণগজের বন্দর উপজেলায় এবার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন আদর্শ
মানুষ গড়ার কারিগর মেহেরুবা বেগম। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা
অফিসের (২০১৯ শিক্ষাবর্ষ) পর্যালোচনা অনুযায়ী স্ব-পদে অগ্রণী ভূমিকা
পালণের প্রেক্ষিতে তিনি এ সম্মানায় ভূষিত হন। ব্যাক্তিগত জীবনে মেহেরুবা
বেগম পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষিকা ছাড়াও
তিনি বন্দরের ঐতিহ্যবাহী সিরাজ উদ্দৌলা নাট্য দলের অন্যতম সদস্য।
মেহেরুবা বেগম বন্দরের রাজবাড়ী এইচ এম সেন রোড এলাকার শেখ মুজিবুর
রহমানের কণ্যা।