বন্দরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

293

বন্দর প্রতিনিধিঃবন্দরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক ২০১৯-২০ইং  অর্থবছরে রাজস্ব খাতের  অর্থায়নে উপজেলার কৃষকদের মাঝে ২০ টি সরিষা প্রদর্শনী এবং ৪শ৫০ টি সরিষা ফলোআপ প্রদর্শনীর স্থাপনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণ এসব উপকরণ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা,নারায়াণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান,উপজেলা পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ক ম নুরুল আমিন,বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ তারেকসহ উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

উল্লেখ্য, রাজস্ব প্রদর্শনীর জন্য ২০ জন কৃষকের প্রত্যেককে দেড় কেজি সরিষা বীজ, ৩৫ কেজি ইউরিয়া,  ১৫ কেজি এমওপি, ২৫ কেজি টিএসপি,২০ কেজি জিপসাম, দেড় কেজি পেরিক এসিড ও ১কেজি জিংক বিতরণ করা হয়। এবং ফলোআপ প্রদর্শনীর আওতায় ৪শ৫০জন কৃষকের প্রত্যেককে দেড় কেজি করে সরিষা বীজ প্রদান করা হয়। এর মধ্যে অধিক উৎপাদনশীল সরিষা বীজের যে জাতগুলো দেয়া হয়েছে তা হলঃ- বারি সরিষা-১৪,বারি সরিষা-১৫,বারি সরিষা-১৭, বিনা-৪ ও বিনা-৯।