সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা

454

স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা করেছেন বালু সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বালু সন্ত্রাসীদের হামলায়  টেঁটাবিদ্ধসহ পাঁচ গ্রামবাসী আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেঘনা নদীতে উত্তেজনা চলছে। অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিকালে
চার ড্রেজার আটক করে নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নুনেরটেক বালু মহলটি হাইকোর্ট স্থানীয়ভাবে ইজারা দেওয়া নিষেধাজ্ঞা জারি করেন। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকায় কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশর্^বর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের সহযোগী মানিক মিয়া, মনোয়ার হোসেন মনা, শাহপরান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর ও মোশারফ দীর্ঘদিন ধরে নুনেরটেক বালু মহাল অবৈধভাবে ২০-২৫টি ড্রেজারের মাধ্যমে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। বালু উত্তোলনের ফলে নুনেরটেক এলাকার রঘুভাঙ্গা এলাকায় নতুন করে গ্রাম ভাঙনের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোরে ড্রেজারের মাধ্যমে নুনেরটেক এলাকায় বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন। এতে ক্ষিপ্ত হয়ে বালু সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেলসহ আরও লোকজন নিয়ে পুনরায় বালু উত্তোলন করতে আসেন। পরে গ্রামবাসী ধাওয়া করতে গেলে বালু সন্ত্রাসীদের ছোড়া টেঁটায় নুনেরটেক রঘুনার চর গ্রামের ইমামউদ্দিনের ছেলে দিলবর হোসেনসহ পাঁচজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ বিকালে এমভি মাতাব্বর ড্রেজিং, মা-বাবার দোয়া, এমভি জিন্নাত ও এশিয়া সুপার নামের চার ড্রেজার আটক করে নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার ড্রেজার আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার প্রেসিডেন্ট সুলতান মাহমুদ অনুরোধ করেছেন, নারায়ণগঞ্জ জেলা ডিসি ও সোনারগাঁ ইউনো কে এই বিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য।