দেশে প্রতি মাসে পেঁয়াজের চাহিদা দুই লাখ টনের মতো

419

সময়ের চিন্তা ডট কমঃদেশে প্রতি মাসে দেশি-বিদেশি মিলিয়ে পেঁয়াজের চাহিদা দুই লাখ টনের মতো। গত আড়াই মাসে বিভিন্ন দেশ শুধু আমদানিই হয়েছে ৪ লাখ ৭২ হাজার টন। সেই হিসাবে দেশে পেঁয়াজের ঘাটিত থাকার কথা নয়। তা ছাড়া নভেম্বররের মাঝামাঝি থেকে বাজারে নতুন পেঁয়াজ আসার সময়। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের হুজুগে মজুত পেঁয়াজ বিক্রি করা  হয়েছে আমদানি মূল্যের চেয়ে অন্তত সাত গুণ বেশি দামে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট একটি বিভাগের গত আড়াই মাসের আমদানি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।