স্টাফ রিপোর্টারঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শ্রমিক ধর্মঘট মিডিয়া মাফিয়াদের সৃষ্টি। দেশে সমৃদ্ধির অন্তরায় মিডিয়া মাফিয়ারা। এই মিডিয়া মাফিয়াদের কারণে নির্মমতা বাড়ছে, বাড়ছে খুন-ধর্ষণ-গুম-দুর্নীতি। সমাধান নয়; অন্যায়-আর অপরাধের রাজনীতিও এই মিডিয়া মাফিয়াদের কারণে বেড়েই চলছে।
‘চলমান সংকট সমাধানে নতুন প্রজন্মের পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ২১ নভেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি অধ্যাপক শুভ্কংর দেবনাথ। এসময় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।