সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি সিনিয়র আইনজীবী ড.খাইরুল কবির (রুমেন) বলেছেন, ‘কেউ গুণীজন হিসেবে জন্মগ্রহণ করেন না, নিজের কাজের মধ্যে দিয়েই গুণীজনের সম্মান অর্জন করেন। আজকে তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন চারজন সংবর্ধেয় ব্যক্তিত্ব যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে উজ্জ্বল নক্ষত্র। শিক্ষায়, মানবসেবায়, সমাজ উন্নয়ন কিংবা সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে তারা সম্মানিত হয়েছেন।গুণীজন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি সুনামগঞ্জ জেলার আয়োজনে বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন পরিষদের হল রুমে প্রতিবন্ধি ও পথ শিশুদের কল্যাণে কাজ করে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ,বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির জেলা কো-অর্ডিনেটর নিযুক্ত হওয়ার মুজিবুর রহমান মাষ্টার,জেলার শ্রেষ্ঠ প্রেস ক্লাব সভাপতির সম্মাননা পদকে ভুষিত হওয়ায় ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় এম এ মোতালিব ভুঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
আমবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এবং দোয়ারাবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আবু সালেহ মো:আলাউদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মানিক,দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো:মাহতাব উদ্দিন তালুকদার , সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট ছাইদুর রহমান তালুকদার, লেখক-গবেষক ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্ল্যাহ হেলালী,সমাজসেবক শাহাব উদ্দিন তালুকদার প্রমুখ
দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার বলেন, ‘সুনামগঞ্জে যুগে যুগে অনেক গুণী ও কৃতী ব্যক্তি জন্ম নিয়েছেন।
তারা দেশের গর্ব। সুনামগঞ্জে গুণীজন ও কৃতী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করে
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি নিজেই সম্মানিত হয়েছে।’
এডভোকেট মোহাম্মদ মানিক বলেন, ‘সংবর্ধিত সাংবাদিক ও গুণীজন তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সম্মাননা দিতে পেরে আমরা নিজেরাই গর্বিত।’
তিনি আরও বলেন, তাদের প্রজ্ঞা-আলোয় আমাদের সমাজ পরিমণ্ডল আরও প্রোজ্জ্বলভাবে আলোকিত হবে এই প্রত্যাশা রাখি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফোয়াদ মনি,আমিনুল ইসলাম,মিজানুর রহমান রোমান,মুন্না, সিরাজ মিয়া,মনির মাষ্টার,শামীম মাষ্টার, নুর আলম,ইউপি সদস্য ইব্রাহিম আলী,সাব্বির আহমেদ,বীনা মালা,দিপু মনি,আজাদ মিয়াসহ অনেকে।