স্টাফ রিপোর্টারঃউদ্বোধনের আগে ইডেন গার্ডেনসের মাঠে নামেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন দুই দলের সাবেক খেলোয়াড়েরা। ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাঠে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একে একে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।
বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে মুশফিকুর রহিমের সঙ্গে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি মুশফিকুর রহিমের মাথায় হাতও বুলিয়ে দেন।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ।
গোলাপি বলের এই টেস্ট ঘিরে নানা আয়োজন নেওয়া হয়।