নির্বাচিত হলে বন্দর আ’লীগ নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে-কাজিমউদ্দিন

293

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী তথা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ বলেছেন, আমার অত্যন্ত আনন্দ লাগছে এই ভেবে যে দীর্ঘ ১৫ বৎসর পর বন্দর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে। এটা বন্দরের আওয়ামী রাজনীতির জন্য খুবই শুভসংবাদ। আমরা যদি সত্যিই আওয়ামীলীগকে ভালোবেসে থাকি বঙ্গবন্ধু আদর্শকে লালন করে থাকি তাহলে তাকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই সেদিন আমরা সবাই সকাল ৯ টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত হব। রাজপথ শ্লোগানে মূখরিত করব৷ আর শেষ অবধী সম্মেলনে উপস্থিত থাকব৷

রোববার বিকেলে বন্দর থানাধীন ফরাজীকান্দা এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রধাণ কার্যালয় প্রাঙ্গণ আসন্ন বন্দর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,আমাদের ফরাজীকান্দা এলাকাটি নিয়মতান্ত্রিকভাবেই আ’লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদগুলোতে এই এলাকা থেকে একজন না একজন পেয়ে থাকত। কিন্তু বর্তমান সময়ে আমরা (কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলী) অবহেলিত, আমাদের দেখার মত কেউ নাই।তাই আমি সব ছেড়ে আপনাদের কল্যাণের আশায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। যদি আপনাদের ভালোবাসা আর সমর্থন থাকে তাহলে অবশ্যই আমার বিজয় নিশ্চিত। ইনশাল্লাহ নির্বাচিত হলে  বন্দর উপজেলার সকল আওয়ামীলীগ নেতাকর্মী ও তৃণমূলের অধিকার প্রতিষ্ঠা করব। তাদের দুঃখ-দুঃর্দশায় সবাইকে এক করে পাশে দাড়াতে চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতি করেন বৃহত্তর ফরাজীকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ হানিফ। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুতুবউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের সবেক সভাপতি মঞ্জুর হাসান মঞ্জু,বিশিষ্ট সমাজ সেবক তথা আলমদিনা রাইস মিলের চেয়ারম্যান আবু তালেব, বন্দর থানা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী আলতাফ হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল হাই,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ,ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন,মোঃইসলাম প্রমূখ।

 

কোর’আন তেলোয়াত করেন মাওলানা হাজী সিরাজুল ইসলাম।