ড. কামাল বিএনপির মত করে দেশও ধ্বংস করছেন- মোমিন মেহেদী

371

স্টাফ রিপোর্টারঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ড. কামাল বিএনপির মত করে দেশও ধ্বংস করছেন। তিনি নির্বাচনের আগে এই ঐক্যফ্রন্ট করেছিলেন দেশী-বিদেশী ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আগামীতে ড.কামাল-মান্নাদের মত ষড়যন্ত্রারীদেরকে ‘না’ বলে এগিয়ে যেতে তৈরি এখন নতুন প্রজন্ম। তারা আর কোন নীতি-আদর্শচ্যুত ব্যক্তিদেরকে বিশ্বাস করবে না বলে মনে করেন নতুনধারার রাজনীতিকগণ।

‘ষড়যন্ত্রের রাজনীতি থেকে উত্তরণে নতুনধারার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩০ নভেম্বর রাজধানীর নিউ গ্রীন হোটেল অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী, চিত্রনায়ক আরবাজ হাবিব, এনামুল হক রোজ প্রমুখ বক্তব্য রাখেন।