নতুন ধারা ক্লাব এর উদ্যোগে মিলাদ মাহফিল

256

স্টাফ রিপোর্টারঃঈদ এ মিলাদুন্নবি {সাঃ} উপলক্ষে নতুন ধারা ক্লাব এর উদ্যোগে এক আজিমুশ্বান মিলাদ মাহফিল ৭নং  মাঝির ঘাট বাদশা মিয়া লেইনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজ্বি লায়ন এমএ মোছা বাবলু, উপদেষ্টা মোঃ নোবী হোসেন, উপদেষ্টা মোঃ খোরশেদ আলম , সার্বিক তত্তাবধানে ছিলেন মোঃ ইসমাইল সভপতি নতুন ধারা ক্লাব মোঃ আরিফ  সাধাঃ সম্পাদক নতুন ধারা ক্লাব , মোঃ রিজয়ান , মোঃ সোহেল মোঃ জীবন , মোঃ জাবেদ, ও জনি সহ আরো অনেকে।উক্ত ঈদ এ মিলাদুন্নবি {সাঃ} অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন মাওঃ আমান উল্লাহ কুতুবি সাহেব, বিশেষ বক্তা হিসাবে ছিলেন মাওঃ মোঃ ইলিয়াস হোসেন। দেশবাসি ও সকলের জন্য দোয়ার মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।