চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক

402

সময়ের চিন্তা ডট কমঃবাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান চিত্রগ্রাহক মাহফুজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বার্তায় স্পীকার বলেন, মাহফুজুর রহমান খান-এর মৃত্যুতে দেশ এক খ্যাতিমান  চিত্রগ্রাহককে হারালো। চলচ্চিত্র জগতে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পীকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ৭০ বছর বয়সী মাহফুজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

এছাড়া, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।