অবৈধ ব্যাটারিচালিত ২০ টি অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক পুলিশ

376

আশিকুজ্জামানঃজানযট মুক্ত রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ব্যাটারীচালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন জেলার ট্রাফিক পুলিশ। জেলা পুলিশের কঠোর নির্দেশনা পেয়ে ব্যাটারিচালিত ২০ টি অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর গুরত্বপূর্ন পয়েন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) তসলিম মোল্লা জানান, যানজটমুক্ত রাখতে বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যদের রাখা হয়েছে। তারা অবৈধ ব্যাটারীচালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।

প্রতিবেদক এ সংবাদ লেখা পর্যন্ত ২০টি রিক্সার জব্দ করা হয়েছে বলে জানানো হয়। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

অপর দিকে বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে অবৈধ বেটারী চালিত রিক্সা ছেঁয়ে গেছে সর্বত্র। বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে শহরের প্রত্যেকটি অলিগলিতে বেটারী চালিত রিক্সার দৌরাত্ম এখন অনেক বেশি যার ন্যায় প্রতিনিয়ত চাষাড়া সহ আশপাশ এলাকায় জানযট এখন নিত্যদিনের সঙ্গীয়। নগরবাসীর দাবী শহরে যে সকল অবৈধ যানবাহন চলাচল করছে সেই সকল বাহনগুলো বিরুদ্ধে লাগাতার অভিযান পরিচালনা করা উচিত।