আশিকুজ্জামানঃনগরীর ফতুল্লায় নারীকে ধর্ষনের ঘটনায় ৬ ধর্ষককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার নারী বাড়ী যাওয়ার উদ্দেশ্যে চাচাতো ভাইয়ের সাথে রওনা হলে ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় ৬ ধর্ষক তাদের পথ রোধ করে। ঘটনার এক পর্যায়ে ধর্ষকরা সম্মলিত ভাবে মেয়েটির চাচাতো ভাইকে আটকে রেখে একটি ইটভাটার পাশে টং দোকানের ভিতরে নিয়ে গিয়ে পালাক্রমে ওই নারীকে ৬ জন মিলে ধর্ষন করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ফতুল্লা শিয়াচর এলাকার মিলন ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া সিরাজ উদ্দিনের ছেলে রাসেল (৩৮), বটতলা রফিকুলের বাড়ির ভাড়াটিয়া মৃত রুকু মিয়ার ছেলে সুজন মিয়া (২৩), দাপা ইদরাকপুর মৃত খোরশেদ আলমের ছেলে শাহাদাৎ (২২), একই এলাকার মো.ফরিদ মিয়ার ছেলে সুমন (২২), ইদরাকপুর তারেকের বাড়ির ভাড়াটিয়া হাদিছুর রহমানের ছেলে মো.রবিন (২৩),কোতালেরবাগ কালুর বাড়ির ভাড়াটিয়া আবদুল লতিফের ছেলে মো.আল আমিন( ২১)। তারা প্রতেকেই ফতুল্লা এলাকার বাসিন্দা।