ইলিয়াছ মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আটক

364

আশিকুজ্জামানঃসোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াছ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে মোগরাপারা ইউনিয়নের কাপুর্দী এলাকা থেকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের এ এস আই নারায়ণ ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাপুর্দী গ্রামের আলেক মিয়ার ছেলে ইলিয়াছ (২৮)কে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় ইয়াবা মুলহোতা রানা ও তার সহযোগী সানি সুকৌশলে পালিয়ে যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।