বিএনপি যে আন্দোলন করছে তা জনগণ সমর্থন করছে না-স্বরাষ্ট্রমন্ত্রী

476

সময়ের চিন্তাঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তা এদেশের জনগণ সমর্থন করছে না এবং সহযোগিতা করছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, ‘কোর্ট স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করছে, কোর্ট তাকে জামিন দেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং সরকার কোনোদিন হস্তক্ষেপ করেওনি।’

বুধবার দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন। কারাগারে তাকে সর্ব্বোচ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকেন তার চেয়ে তিনি ভালো অবস্থায় আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে ভালো চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তার যেসব রোগ তা কোনোদিনই ভালো হওয়ার রোগ নয়। তবে সব রোগই তার কন্ট্রোলে রয়েছে। সরকার তার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি এখন সুস্থ রয়েছেন।’

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজ্জাফর হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নির্বাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।