ফকিরাপুলে এক নারী ও এক পুরুষের মরদেহ পাওয়া গেছে

336

সময়ের চিন্তাঃরাজধানীর ফকিরাপুলের একটি পাঁচ তলা ভবনের চিলেকোঠায় এক নারী ও এক পুরুষের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে পুরুষটির লাশ ঝুলন্ত অবস্থায় ও নারীর লাশ প্লাস্টিকের ড্রামে ছিল।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যার দিকে লাশ দুটি দেখতে পায় ভবনটির ব্যবসায়ীরা। পুরো ভবনটিই বাণিজ্যিক কাজে বিশেষ করে প্রেস অ্যান্ড প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত হতো। ভবনটি ফকিরাপুল কাঁচাবাজার এলাকার ৫৫ কমর উদ্দিন লেনে অবস্থিত।

মারা যাওয়া ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩০) বলে ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন শহীদুল ওই ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন। নিহত নারী তাঁর স্ত্রী বলে তাঁদের ধারণা করছে পুলিশ।

শহীদুলের লাশটি চিলেকোঠায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থা ছিল। আর ছাদে একটি প্লাস্টিকের ড্রামে ওই নারীর লাশ ছিল। ড্রামটির মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল। তবে ড্রাম ফেটে লাশের অংশ বিশেষ বেরিয়ে আসে। লাশে পচন ধরেছে, গন্ধ বের হচ্ছে।

শহীদুলের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ বলছে, অন্য কেউও তাদের হত্যা করে চিরকুট লিখে থাকতে পারে। তাই এখনই এই হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, লাশ দুটি পাওয়া গেছে। ওই লেখা শহীদুলের কিনা তা নিশ্চিত নয়। তদন্ত ছাড়া বলা যাবে না। অন্য কেউও এর সঙ্গে জড়িত থাকতে পারে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, লাশ দুটি পাওয়া গেছে। ওই লেখা শহীদুলের কিনা তা নিশ্চিত নয়। তদন্ত ছাড়া বলা যাবে না। অন্য কেউও এর সঙ্গে জড়িত থাকতে পারে।