হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত২,আহত৩

354

স্টাফ রিপোর্টারঃহবিগঞ্জের চুনারুঘাট ও হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে পৃথক দুর্ঘটনায় কালাচান দাশ (৫৫) ও আব্দুল মান্নান মিয়া (৫৫) নামের দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা নামক স্থানে সিএনজি অটোরিকশা চাপায় মারা যান কালাচান দাশ।

নিহত কালাচান দাশ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয়রা জানায়, রাজমিস্ত্রীর কাজ করতে সকালে বাড়ি থেকে রওনা হয়ে শ্রীকুটায় যাচ্ছিলেন কালাচান। শ্রীকুটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আব্দুল মান্নান মিয়া নামের এক ব্যক্তি। তিনি বানিয়াচংয়ের প্রথমরেখ মহল্লার আব্দুল হকের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।