নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হচ্ছেন জায়েদুল আলম

365

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগ দান করবে মুন্সীগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। ১৯ই ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়। নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন অর রশিদের বদলির পর থেকেই আলোচনায় ছিলেন মোহাম্মদ জায়েদুল আলম।

জানা যায়, জায়েদুল আলম তিন বছর তিন মাস মুন্সীগঞ্জ জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি এসপি থাকাকালীন মুন্সীগঞ্জ জেলার ছয়টি থানার অবকাঠামো উন্নয়ন, থানার প্রধান ফটকে গেট নির্মাণ, রাস্তা প্রস্তুতকরণ, বিভিন্ন স্থাপনার উন্নয়ন এবং মুন্সীগঞ্জের প্রত্যকটি থানাকে সুসজ্জিতভাবে আধুনিক রূপে সাজানো হয়েছে।

এদিকে, চাকরি জীবনে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সহধর্মিনী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রম নারায়ণগঞ্জের বহুল আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদকে বদলী করা হয়। তাকে পুলিশ অধিদপ্তরের টিআর শাখায় বদলী করা হয়েছে।