পুনরায় সভাপতি নির্বাচিত হলেন টিটু

386

সময়ের চিন্তাঃনারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে আবারও জয় পেলেন তানভীর আহমেদ টিটু।  তথ্য মতে মোট ভোট গননা হয়েছে ৪০০ ভোট। এর মধ্যে টিটু পেয়েছেন ৫২২ ভোট এবং মাসুম পেয়েছেন ৩১১ ভোট। মোট ২০১ ভোট কম পেয়ে  ফের ভরাডুবি হলো মাসুমে।  ২১ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৪৫ ভোটের বিপরীতে ৮৪৩ ভোট গৃহীত হয়।

দুই বছর আগে ২০১৭ সালে টিটুর প্রতিদ্বন্দ্বি হন মাসুম। ওই নির্বাচনে টিটু জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার বিধান থাকায় ২০১৮ সালের নির্বাচেন সভাপতি নির্বাচিত হন এম সোলায়মান। তবে এবার আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহমেদ টিটু। এই নির্বাচনে সভাপতি পদ বাদে বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।