সিদ্ধিরগঞ্জে রেন্ট-এ কার স্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ

349

স্টাফ রিপোর্টারঃসিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা চাঁদাবাজির কেন্দ্রস্থল সেই রেন্ট-এ কার স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়েছে পুলিশ।(২৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্ট্যান্ড উচ্ছেদ করে।

শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে গড়ে তোলা এ স্ট্যান্ড থেকে মাসে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হত। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে গত ২২ ডিসেম্বর সকালে দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, এটা সরকারি জায়গা। এখানে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটতে না পারে সে জন্য স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে।