স্টাফ রিপোর্টারঃরূপগঞ্জে পরিবেশের ছাড়পত্র ও সরকারি নিয়ম না মানায় চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২৪ ডিসেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম জানান, পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এনআরবি ব্রিকস, পিআরবি বিকস, এমআরবি ব্রিকস ও এমএমকে ব্রিকস নামে চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইট ভাটার মালিকরা জরিমানার টাকা পরিশোধ করে দেন। এ সময় সরকারী নিয়ম অনুযায়ী ঝিকঝাক চিমনি ব্যবহার না করায় এমআরবি ব্রিকসের আগুন নিভিয়ে দেয়া হয়।
ইউএনও আরও বলেন, যেসকল ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও বৈধ কোন কাগজপত্র নেই সেসকল ইটভাটাতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক মইনুল হক, আব্দুল গফুর, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।