অত্যাধুনিক বিমান বাহিনী গঠনে সর্বাত্মক কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

837

সময়ের চিন্তাঃদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে যশোর বিমান বাহিনীর একাডেমিতে ৭৬তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শেখ হাসিনা বলেন, অত্যাধুনিক বিমান বাহিনী গঠনে সরকার সর্বাত্মক কাজ করছে। আধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে; দেয়া হচ্ছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। ৩০ জন নারী ক্যাডেট-সহ ১০৪ জন কর্মকর্তা কমিশন লাভ করেন।