আশিকুজ্জামানঃপশ্চিম তল্লা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কবির হোসেন ডলারকে ১২০ পুড়িয়া হেরোইন সহ গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক কবির হোসেন ডলার (২৮) পশ্চিম তল্লা এলাকার হরমুজ আলীর ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন ডলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে এবং সে সকল মামলায় ডলার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছিল।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী ডলার দীর্ঘ দিন ধরে পশ্চিম তল্লা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার মাদক ব্যবসার সাথে স্থানীয় অনেক কিশোর ও সন্ত্রাসীরা সম্পৃক্ত রয়েছে। সমাজের উঠতি বয়সী ছাত্র-ছাত্রীদের তাদের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত করে আশপাশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।