গোলাম মোহাম্মদ কাদেরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান খোকা

340

স্টাফ রিপোর্টারঃ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল। এতে চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দেখতে চান দলের প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি এবং দলের অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার রাতে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা তাদের এই সমর্থনের কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন- যুবসংহতির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, মহিলা পার্টির সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, স্বেচ্ছাসেবক পার্টির সেক্রেটারি বেলাল হোসেন, ছাত্রসমাজের সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল, সেক্রেটারি আল মামুন, শ্রমিক পার্টির সভাপতি একে এম আশরাফুজ্জামান, কৃষক পার্টির সেক্রেটারি এবিএম লিয়াকত হোসেন চাকলাদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

এ বিষয়ে লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদের আমাদের প্রয়াত পিতা হুসেইন মুহম্মদ এরশাদের আদরের ছোট ভাই ও সারা দেশে ক্লিন ইমেজের অধিকারী একমাত্র নেতা। জাতীয় পার্টির নেতৃত্বে চেয়ারম্যান হিসেবে তার বিকল্প নেই। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এমপি খোকা আরও বলেন, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব নেতারা আলোচনা করে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের প্রতি সমর্থন জানিয়েছি।