বিতর্কিত কাউকেই মনোনয়ন দেয়া হবে না-ওবায়দুল কাদের

292

সময়ের চিন্তাঃবিতর্কিত কাউকেই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় ওবায়দুল কাদের আরো জানান, মেয়র পদে ঢাকা উত্তরে ৯ জন ও দক্ষিণে ৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত কোনো পদেই কাউকে নিশ্চয়তা দেয়া হয় নাই। নতুন বছরে মন্ত্রীসভায় পরিবর্তন আসতে পারে বলেও আভাস দেন তিনি।