নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশন(নাফ) এর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত

374

বিশেষ প্রতিনিধি : ‘শিল্পী শিল্পীর জন্য’ স্লোগানকে প্রতিপাদ্য করে সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের প্রায় ২ শতাধিক শিল্পীকে নিয়ে গঠিত নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশন(নাফ) এর আয়োজনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর, রোববার বিকেলে শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এড.নূরুল হুদা। সভাপতিত্ব করেন নাফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম রহমান রনী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা ফরিদা আক্তার, বিকেএমইএ এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক নৃত্যশিল্পী সামিরা সিদ্দিকী। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও অভিনয় শিল্পী মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক মিকাঈল ইসলাম রাজ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক ও কণ্ঠশিল্পী সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সদস্য সচিব সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি।
শুরুতেই উপস্থিত অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর নাফ শিল্পীদের শ্বপথ বাক্য পাঠ করানো হয়। শ্বপথ বাক্য পাঠ করেন সাধারন সম্পাদক সামিরা সিদ্দিকী।
আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।

নাট্য ও চলচ্চিত্র সম্পাদক বদরুল ইসলাম খোকন এর পরিচালনায় নাটিকা মণ্চস্থ হয়। এছাড়া নাফ শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করে।

নাফ শিল্পীদের কল্যানে একটি নতুন ধারার সংগঠন, এখানে শিল্পীরা অধিক সম্মানিত, ভবিষ্যতে শিল্পীদের সার্থ সংশ্লিষ্ট বিষয়ে নাফ কাজ করে যাবে এবং সকল শিল্পীর কল্যানে কাজ করবে- বলে জানান সভাপতি।