আশিকুজ্জামানা, সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই মো. শামসুজ্জামান শামসুকে প্রত্যাহার করা হয়েছে। ৩০শে ডিসেম্বর সোমবার দুপুরে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলমের নির্দেশে এএসআই শামসুজ্জামানকে প্রত্যাহার করা হয়। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) শাফিউল আজম খান। ডি আই ২ জানায়, প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শামসুর বিরুদ্ধে গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় টাকা নিয়ে পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আনোয়ার হোসেন সাধুর ছেলে নাদিম ও তার মেয়ের জামাই আলী আকবরকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ আছে।
আরও জানা যায় নাসিক ১৮ নং ওয়ার্ডের শহিদ নগরের মোঃ রনিকে সোর্স হিসাবে কাজ করাত এএসআই সামসু। রনির মা সেলিনার বক্তব্য এএসআই সামসু ও এএসআই এনায়েত আমার ছেলেকে দিয়ে সোর্সের কাজ করাত, না গেলে লোক পাঠিয়ে ধরে নিত, তাদের কথামত কাজ না করলে মাদক দিয়ে জেল খাটাবে বলে হুমকি দিত। হঠাৎ একদিন আমার বাসা এসে আমার ছেলেকে গোসল খানা থেকে ধরে নিয়ে হেরোইন দিয়ে চালান দেয়। আমার ছেলে কেধে বলেছিল, “স্যার আমি ২ দিন ধরে মায়ের সাথে রাগ করে কিছু খাইনি, কিছু খেয়ে নেই”। কিন্তু এএসআই সামসু বলে, আমরা নিয়ে খাওয়াব”। থানায় নিয়ে আমার ছেলেকে কিছুই খতে দেয়নি বরং হেরোইন দিয়ে চালান দেয়।