সেলিম মিয়ার যমজ দুই কন্যা জেএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে

402

সময়ের চিন্তা ডট কমঃ পুলিশ ইন্সপেক্টর সেলিম মিয়ার যমজ দুই কন্যা সানিয়া ও শিমু  ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ ডঃ প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন মডেল স্কুল এন্ড কলেজ থেকে অংশ গ্রহণ করে গোল্ডেন A+ পেয়েছে।

সানিয়া ও শিমু উচ্চ শিক্ষা গ্রহণে সকলের কাছে দোয়া প্রার্থী।তারা উভয়ে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়। আগামী দিনেও শিক্ষা জীবনে সন্তানদের এমন সাফল্য ধরে রাখতে সকলের দোয়া প্রার্থী মা মিসেস হিরা সেলিম ও ইন্সপেক্টর সেলিম মিয়া ।

ইন্সপেক্টর সেলিম মিয়া প্রতিবেদককে বলেন, সানিয়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় এবং শিমু ফরেন ক্যাডার হতে চায়। আমি কখনো তাদেরকে পড়তে চাপ দেইনি বরং বেশি সময় পড়তে দেখলে আমার সাথে আড্ডা, গল্প, টিভি দেখতে উৎসাহিত করেছি। ভবিষ্যতে তারা যেন সুশিক্ষিত হয়ে সৎভাবে জীবন যাপন করতে পারে মানুষের উপকারে  আসে এই দোয়া চাই বন্ধু মহলের কাছে।