আশিকুজ্জামানঃর্যাব-১১ এর অভিযানে নরসিংদীর পাঁচদোনা হতে ১৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দে বিকালে নরসিংদী জেলার সদর থানাধীন পাঁচদোনা মোড়স্থ নরসিংদী টু ঢাকা মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর চেকপোস্টে নরসিংদী হতে ঢাকাগামী মেঘালয় লাক্সারী পরিবহনের একটি বাসে তল্লাশী করে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন(৪৮)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামী মোঃ জাকির হোসেন এর বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পূর্ণমতি এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।