তৃণমূলে মানুষের ভাগ্যবদলই উন্নয়নের মূল লক্ষ্য:প্রধানমন্ত্রী

336

সময়ের চিন্তাঃতৃণমূলে মানুষের ভাগ্যবদলই উন্নয়নের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।

০১.০১.২০তারিখ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

আগামী বছর থেকে পূর্বাচলে বাণিজ্যমেলা করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমে গেলেও বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি বাড়াতে হবে। সে কারণে যোগাযোগ বৃদ্ধি করতে কাজ করছে সরকার।

এসময়, সারা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ নুতন নতুন বাজার ও অধিক পরিমাণে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।