স্টাফ রিপোর্টারঃমাদক দ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০২.০১.২০ তারিখ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচন সভায় বক্তব্য রেখেছেন জেলা প্রশাসক মো. জসিম ইদ্দন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাষ সাহা, মাদক নিয়ন্ত্রন অধিদপতরের সহকারি পরিচালক মো. সামসুল আরেফিন।
অতিরিক্ত পুলিশ সুপার সুবাষ সাহা তার বক্তব্যে বলেছেন, সমাজের সবচেয়ে বড় সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো মাদক। এটা এখন ক্যান্সারের মত আকার ধারণ করেছে। মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
তিনি আরো বলেন, মাদক বলতে আমরা ইয়াবা, ফেন্সিডিল এবং গাজা চিনি। এগুলোতো আমাদের দেশে তৈরী হয়না, তাহলে আসে কোথা থেকে। ইয়াবা আসে মায়ানমার থেকে। অথচ মায়ানমারের মানুষ ইয়াবা খায়না। একই ভাবে ফেন্সি ডিল আসে ভারত থেকে কিন্তু তাদের দেশের লোক তা খায় কম। আমাদের দেশে থানা গুলোতে ৮০% মামলা হয় মাদকের বিরুদ্ধে। মাদককে বয়কট করতে হবে। ‘মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গরবো, এই স্লোগানকে কেন্দ্র করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম বিল্লা, পিপি এড, ওয়াজেদ আলী খোকন, জেলা লাইব্রেরীয়ান এম এম মোশারফ হোসেন, মাদক অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামসুল আরেফিন প্রমুখ।