সময়ের চিন্তাঃএই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে বিশ্বাস করে না বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, ইভিএম-এ ভোট ডাকাতির শঙ্কা রয়েছে।
দুপুরে নরসিংদী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে ড. মোশাররফ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই বিতর্কিত ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সবখানে লুটপাট চলছে অভিযোগ করে ড. খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎখাতে দুর্নীতি এবং জনগণের পকেট কাটতেই এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট সংশোধন করা হয়েছে।