সময়ের চিন্তা ডট কমঃ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেথ হাসিনা পুনরায় আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হওয়ায় মুছাপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃবাবুল মোল্লার উদ্যোগে ২৫ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩রা জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪ টায় চৌড়াপারা ২৫নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা আঃলীগ এর সাবেক দপ্তর সম্পাদক হাজ্বী শহিদুল্লাহ মাষ্টার, আক্তারুজ্জামান মোল্লা সাবেক সাংঘঠনিক সম্পাদক বন্দর থানা আওয়ামীলীগ, আবুল কাশেম মাষ্টার সভাপতি নূরে জান্নাত জামে মসজিদ, হাজ্বী নিজাম উদ্দিন সাবেক সভাপতি মুছাপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃসজিব মোল্লা আইন বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ মাহানগর স্বেচ্ছাসেবকল লীগ, মামুন মোল্লা সাধারন সম্পাদক ২৫নং ওয়ার্ড শ্রমিক লীগ, মোঃকিবরিয়া মোল্লা সবেক সভাপতি মুছাপুর ১নং ওয়ার্ড যুবলীগ, মোঃকবির মোল্লা, মোঃসবির মোল্লা, মোক্তার মোল্লা, মোঃসোহেল মোল্লা, মোঃফাহাদুজ্জামান পাপ্পু, মোঃ ডিনার, মোঃ সাইদ বেপারী, মোঃ নাইম মোল্লা, সুজন, মোঃ ফেরদৌস, আদনান, নূর ইসলাম প্রমুখ।