৫ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আট করেছে ডিবি

357

আশিকুজ্জামানঃনারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আট করেছে।

০৪.০১.২০ তারিখ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এস আই মাহফুজ, এএসআই কামরুজ্জামান, কনস্টেবল রমজান, মোজ্জামেল সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দাপাড়া এলাকা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের পুলিশের কর্মকর্তারা মাদক ব্যবাসয়ী সুমনের নিকট এক হাজার ইয়াবা ট্যাবলেট ক্রয় করার কথা বলে। পর সুমন ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় সুমনকে আটক করে  গোয়েন্দা পুলিশ।

পরবর্তীতে সুমন সহ তার বাসায় অভিযান পরিচালনা করলে সুমনের সয়ন কক্ষ থেকে আরো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে জানা গেছে।

এ বিষয়ে এস আই মিজানুর রহমান জানান, সুমন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করছে। আমরা তাকে কোনো ভাবেই ধরতে না পেরে ক্রেতা সেজে ১০০০পিছ ইয়াবা কেনার অফার করি। তারপর আমরা সুমনের বাড়ি যাই, সেই ১০০০পিছ ইয়াবার সাথে তার বাড়িতে তল্লাসি করে আরও ৪০০০পিছ ইয়াবা পাই। কিন্তু এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।