স্টাফ রিপোর্টারঃভালো কাজের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র্যাব ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৭ কর্মকর্তা পাচ্ছে বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপি ব্যাজ।
০২.০১.২০ তারিখ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়। ০৫.০১.২০তারিখ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের এই পুরস্কার তুলে দিবে।
এর মধ্যে আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজিপি ব্যাজ পাচ্ছেন র্যাবের মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, রূপগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন, জেলা পুলিশের এএসআই ওবায়দুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন।
উল্লেখ্য কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর মর্যাদা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়।
এই বছর বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য এ বছর আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার দেয়া হবে।