আশিকুজ্জামানঃকক্সবাজারের টেকনাফ উপজেলায় রাতের আঁধারে দেড় লাখ পিস ইয়াবা টেবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
০৫.০১.২০ তারিখ রবিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা যুবকরা হলেন- নেচার পার্ক ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ব্লকের ফজল হকের ছেলে আবদুল লতিফ (২২) ও একই এলাকার হোসেন আহমেদের ছেলে জাবেদ ইকবাল (২১)।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমুরা এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পায় র্যাব।
এর ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক দাম ৭ কোটি ৫০ লাখ টাকা।
ইয়াবার বড় চালানসহ আটক দুই রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।