মনিরুল ও আলেপকে ‘পিপিএম’ পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

369

স্টাফ রিপোর্টারঃ২০১৯ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম ও র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

০৫.০১.২০ তারিখ রবিবার সকালে পুলিশ সপ্তাহ ২০২০ এর প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মেডেল পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সহ উর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম `রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা` এবং র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন `রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা` ক্যাটাগরিতে এই পুরষ্কার পেলেন।