শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মামলা

352

সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চলে ইসলাপুর এলাকায় এক শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন বাদী হয়ে ০৬.০১.২০ তারিখ সোমবার ৮জনকে আসামী করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে এ মামলা দায়ের করে।

নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে দায়ের করা মামলার এজাহার সূত্রে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠানটি এলাকায় একটি জমি সরকারের কাছ থেকে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নিয়ে ওই জমির উন্নয়ন কাজ করে।

উল্লেখ্য, ২৮.১২.১৯তারিখ উন্নয়ন কাজ চলাকালে ইসলামপুর এলাকার ছালামত মিয়ার ছেলে আক্তার হোসেন, জাকির হোসেন, বজলু মিয়ার ছেলে সুমন, সামসুল হকের ছেলে হারুন মিয়া, আব্দুল বাতেন মিয়ার ছেলে মনির হোসেন, জহিরুল ইসলামের ছেলে জসিম, বারেক মিয়ার ছেলে সেলিম ও শফিকুল ইসলামের ছেলে আউয়ালসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উন্নয়ন কাজে বাঁধা দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন কাজের সাইডে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এসময় এ কাজ করতে হলে সুমনের কাছ থেকে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন সোমবার বাদী হয়ে ৮জনকে আসামী করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে এ মামলা দায়ের করে।

হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন জানান, ইসলামপুর এলাকার আক্তার হোসেনের নেতৃত্বে ১৫-২০জনের একটি দল লাঠিসোটা, লোহার রড, দা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে কাজের সাইডে এসে গালিগালাজ করে শ্রমিকদের সরিয়ে দেয়। খবর পেয়ে সাইডে আসলে আমাকেও গালিগালাজ করে কাজ করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেয় সন্ত্রাসীরা।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলে, ঘটনাটি আমি শুনেছি। থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। আদালতে মামলা দায়ের করলে তদন্ত থানায় আসলে তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।