অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর অভিযোগে দুই বেকারীকে জরিমানা

329

স্টাফ রিপোর্টারঃঅস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর অভিযোগে  নগরের দুই বেকারীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

০৬.০১.২০ তারিখ সোমবার নিতাইগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এবং সানজিদা আক্তারের নেতৃতে মুন্নী রুটি এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও লিমন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানে সহযোগিতা করে নারায়নগঞ্জ সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক এস আই মো শাহজাহান ও পুলিশ প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় জানায়, বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন করত।   মেয়াদ উত্তীর্ণ মোড়ক বিহীন প্যাকেট জাতকরণ, বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্যদ্রব্য বাজারজাত করে আসছিল। এজন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অনুযায়ী মুন্নী রুটি এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১লাখ টাকা ও লিমন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।