সময়ের চিন্তাঃবিদায়ী বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ। রাজধানী থেকে সংগৃহীত বাজার দর ও বিভিন্ন সেবা মূল্যের তথ্য পর্যালোচনা করে, এই তথ্য জানিয়েছেন,কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
০৭.০১.২০ তারিখ সকালে, ক্রেতা-ভোক্তাদের এই সংগঠন ‘জীবনযাত্রার ব্যয়’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ক্যাব বলছে, পণ্য ও সেবা খাতে মূল্য বেড়েছে ৬ শতাংশের বেশি। তবে এই হিসাবে, শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় স্থান পায়নি। নিম্নবিত্তের বাড়ি ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে মনে করে ক্যাব।
প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছরে সর্বাধিক আলোচিত পণ্যের নাম-পেঁয়াজ। বছরের প্রথম দিকে প্রতি কেজির দাম ছিলো ২০ থেকে ২৫ টাকা। আর নভেম্বরে এসে, তা আড়াইশ টাকা ছাড়িয়ে যায়। এলাচি, রসুন ও আদার দামও বেড়েছে।
গেল বছরে শাক-সবজির দর বাড়ে আট শতাংশের বেশি। সবচেয়ে বেশি বাড়ে পটলের দাম। তালিকায় এর পরে যুক্ত হয়েছে ঢেড়স ও ঝিঙ্গার নাম। ৫০০ গ্রামের ইলিশ মাছের দাম বেড়েছে ১৮ শতাংশ। তবে বড় ধরণের সিলভার কার্পের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি।
কৃষক পর্যায়ে ধানের নায্যমূল্য নিশ্চিত করার তাগিদ দিয়েছে, ক্যাব।