স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ছোট ভাই জিকু খানকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বিয়ের ৩ দিন পর ০৭.০১.২০ তারিখ মঙ্গলবার দুপুরে দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিকু খান শহরের আলোচিত ব্যবসায়ি দৌলত খানের ছেলে। গত ০৩.০১.২০ তারিখে জিকু খান বিয়ে করে।
পুলিশ জানায়, গত ০৩.০১.২০ তারিখ জাকির খানের ছোট ভাই জিকু খানের বিয়ে হয়েছে। ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, সোহাগ হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জিকু খান। জিকু খানের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ডজন খানেক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান বলে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ফতুল্লার সোহাগ হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া ১৬.১২.১৯ তারিখ পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি সে।