আশিকুজ্জামান, সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে আবাদী জমি বাঁচাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চায় সোনারগাঁয়ের কৃষকরা। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে তালতলা বাগবাড়িয়া এলাকায় মুনলাইট প্লাষ্টিক ইন্ড্রাট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানির দুষিত পানিতে স্থানীয় কৃষকের আবাদ করা প্রায় একশ বিঘা জমির ইরি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত কয়েকদিন ধরে কোম্পানির ফেলা পানিতে আবাদ করা ধানের চারা পচে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক আওয়ামীলীগের নামধারী নেতা মনির হোসেনের প্রভাবে এ পানি ফসলী জমিতে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। কোম্পানির পানি ফসলী জমিতে ফেলা বন্ধে স্থানীয় ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগি সোনারগাঁয়ের কৃষকরা।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাগবাড়িয়া মসজিদ এলাকায় মুনলাইট প্লাষ্টিক ইন্ড্রাট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানি গত আড়াই বছর আগে প্রতিষ্ঠিত হয়। এ কোম্পানি গড়ে উঠার পর থেকেই তাদের প্লাষ্টিক সামগ্রী তৈরির বর্জ্যের পানি পার্শবর্তী চকে কৃষকদের ফসলী জমিতে ফেলছে। ফলে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। বাগবাড়িয়া গ্রামের কৃষক রতন মিয়া জানান, গত দুই বছর ধরে আমাদের জমিতে ফসল ফলাতে পারছি না। আওয়ামীলীগ নেতা মনির হোসেনের প্রভাবে কারখানা মালিক আমাদের জমিতে সারা বছর দুষিত পানি ফেলছে। গত বছরও আমার জমিতে দুষিত পানি ফেলে ফসলের ব্যপক ক্ষতি করেছে। গত বছরের তুলনায় এ বছর আমাদের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ক্ষতিপূরনের কথা বলে কোন টাকাই আমাদের দেয়নি। আওয়ামীলীগের নামধারী নেতা মনির এই মিল দেখা শোনা করে এবং আমাদের ফসলি জমিতে দুষিত পানি ফেলতে তার বাহিণী দিয়ে কোম্পানীকে শেল্টার দিচ্ছে।
তালতলা এলাকায় কৃষক আব্দুল মালেক জানান, প্লাষ্টিক কারখানা গড়ে উঠার পর থেকে আমাদের জমিতে কোন ফসল হয় না। প্লাষ্টিক কারখানার পানি জমিতে দীর্ঘ সময় থাকায় আমাদের রোপন করা ইরি ধানের চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে। এ কোম্পানির পানি ফসলী জমিতে ফেলা বন্ধে স্থানীয় ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
কৃষক শওকত আলী জানান, মুনলাইট প্লাষ্টিক কোম্পানি আওয়ামীলীগের নামধারী নেতার সাথে আঁতাত করে ফসলী জমি নষ্ট করে আবাদ বন্ধ করছে, অনাবাদী জমি যাতে আমরা বাধ্য হয়ে ওই কোম্পানির কাছে বিক্রি করে দিতে হয়।
মুনলাইট প্লাষ্টিক ইন্ড্রাট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. তারেকুর রহমান বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাই না। বিষয়টি আওয়ামীলীগ নেতা মনির হোসেন দেখবাল করেন। তাকে ফোন দিয়ে বিষয়টি জানার অনুরোধ করেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা মনির হোসেন বলেন, কোম্পানির পানি জমিতে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো দেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল মামুন জানান, এ বিষয়টি আমার জানা নেই। ঐ এলাকা পরিদর্শন করে সত্যতা পাওয়া গেলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।