সময়ের চিন্তাঃবাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ। একাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে তিনি বলে, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। জনজীবনেও স্বস্তি এসেছে বলে মন্তব্য করেন তিনি।
দারিদ্য বিমোচন, শিক্ষা, অর্থনীতি সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি। এর আগে অধিবেশনের শুরুতে প্রয়াত সংসদ সদস্য ইউনুস আলী, ফজিলাতুন্নেসা বাপ্পি ও অজয় রায়সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের অবদান অনস্বীকার্য। তাদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে সংসদ সদস্যরা। নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ১৩.০১.২০ তারিখ বিকেল ৪টায় আবার সংসদ অধিবেশন বসবে।