স্কুল জীবন শুরুর আগেই জীবন প্রদীপ নিভে গেলো শিশু লামিয়ার

342

স্টাফ রিপোর্টারঃস্কুল জীবন শুরুর আগেই জীবন প্রদীপ নিভে গেলো ৫ বছরের শিশু লামিয়ার। দ্রুতগামী ঘাতক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

ট্রাকটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। ট্রাক চালক পালিয়ে গেছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ধানুয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২ টায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লামিয়া সড়ক পার হচ্ছিলো। এ সময় ফরিদগঞ্জের দিক থেকে চাঁদপুর অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক (নং চট্টমেট্রো-ট ১১-১৯৬৬) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি থানা হেফাজতে নিয়ে যায়।

স্থানীয় ধানুয়া গ্রামের ইব্রাহীম মিজির কন্যা লামিয়া এ বছর প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয়েছে। স্কুলজীবন শুরুর আগেই জীবন প্রদীপ নিভে গেলো শিশু লামিয়ার। নিহত শিশুর বাবা একজন দিনমজুর, মা আংকুরী বেগম গৃহিনী। সন্তানের অনাকাংখিত মৃত্যুতে বাবা-মা’র গগণবিদারী চিৎকারে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় লামিয়ার বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

ফরিদগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন জানিয়েছে, চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।