সময়ের চিন্তাঃবাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় নতুন সভাপতির হাতে ফুল তুলে দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়।
গত ০৮.০১.২০ তারিখ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের এই কমিটি গঠন করা হয়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে। বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে কর্মকর্তা রয়েছেন ৩০৮৮ জন।