শাহবাগে অস্ত্র দেখিয়ে শিক্ষার্থীকে হুমকি

251

সময়ের চিন্তাঃ৩০শে জানুয়ারি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৫.০১.২০ তারিখ বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করে তারা। একপর্যায়ে পুলিশের বাধা পেয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে তারা স্লোগান দিতে থাকে। শাহবাগে সৃষ্টি হয় যানজটের। এরইমধ্যে একটি প্রাইভেট কারে থাকা মো. আলিফ রুশদি হাসান মুন (৩৬) নামে এক ব্যক্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের সঙ্গে। এই সময় মুন এক শিক্ষার্থীর বুকে অস্ত্র ঠেকয়। তাকে হুমকি দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়া শুরু করে। এরপর পুলিশ তাকে নিয়ে যায় শাহবাগ থানায় । ওই ব্যক্তি ব্যবসায়ী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।